০৯৪৩৪৯৪৬০৯৭ [email protected]

স্বাগত উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র

 

উত্তরদিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র নির্ধারিত কর্মসূচী মাধ্যমে কৃষি এবং গ্রামিন এলাকার উন্নতির জন্য সর্বদা নিয়োজিত । প্রান্তিক কৃষক, বেকার যুবক, স্ম্রসারন কর্মীদের প্রত্যক্ষ প্রদর্শনক্ষেত্র, খামারে পরিযোজনশীল পরীক্ষার বিশ্লেষনের মাধ্যমে উন্নত সেবা প্রদান করা হ্য় । উত্তর দিনাজপুর জেলার কৃষিজ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বেকার সমস্যার সমাধান করা আমাদের একটি অন্যতম কর্তব্য ।

উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র দার্জিলিং এবং দক্ষিণ দিনাজপুর জেলার মাঝখানে অবস্থিত । যার চারদিকে বিহার এবং বাংলাদেশ পরিবেষ্টিত ।

বিস্তারিত জানুন
সংবাদ এক একনজরে
  • ফ্রেব্রুয়ারী ১৭-১৯, ২০১৬ তারিখে প্রযুক্তি সপ্তাহ এবং কৃষি মেলা - ২০১৬ অনুষ্ঠিত হবে ।

  • কম দামে ভালো মানের বীজের জন্য আমাদের অফিসে যোগাযোগ করুন ।

  • আমাদের অফিসে এবং চাষিদের খামারে চাষাবাদের প্রশিক্ষনের জন্য অফিসে নাম নথিভূক্ত করুন ।

  • চাষাবাস সংক্রান্ত ফ্রি মোবাইল ম্যাসেজ পরিষেবার জন্য আমাদের অফিসে মোবাইল নম্বার সহ নাম নথিভুক্ত করুন ।

  • চাষিভাইরা বিভিন্ন সময়ে চাষবাদ সংক্রান্ত পরিকল্পনার জন্য বৈজ্ঞানিকদের সাথে যোগাযোগ করুন ।

  • অফিস এবং কৃষি বৈজ্ঞানিকদের মোবাইল নং ওয়েবসাইটে উপলদ্ধ ।

ফটো এক নজরে