09434946097 [email protected]

কে.ভি.কে সমন্ধে কিছু কথা


উত্তরদিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র নির্ধারিত কর্মসূচী মাধ্যমে কৃষি এবং গ্রামিন এলাকার উন্নতির জন্য সর্বদা নিয়োজিত । প্রান্তিক কৃষক, বেকার যুবক, স্ম্রসারন কর্মীদের প্রত্যক্ষ প্রদর্শনক্ষেত্র, খামারে পরিযোজনশীল পরীক্ষার বিশ্লেষনের মাধ্যমে উন্নত সেবা প্রদান করা হ্য় । উত্তর দিনাজপুর জেলার কৃষিজ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বেকার সমস্যার সমাধান করা আমাদের একটি অন্যতম কর্তব্য ।


উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র দার্জিলিং এবং দক্ষিণ দিনাজপুর জেলার মাঝখানে অবস্থিত । যার চারদিকে বিহার এবং বাংলাদেশ পরিবেষ্টিত ।

জেলার ৩,১২,৪৬৬ হেক্টর এলাকার মধ্যে ৮৭.২৩% এলাকাতে চাষবাদ হয় । এই জেলায় দুটি সাব-ডিভিশন  আছে যথাক্রমে ইসলামপুর  সাব-ডিভিশন এবং রায়গঞ্জ সাব-ডিভিশন । রায়গঞ্জ সাব-ডিভিশন এ চারটি ব্লক আছে এবং ইসলামপুর সাব-ডিভিশন এ পাঁচটি ব্লক আছে, যেখানে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র চোপরা ব্লক এ অবস্থিত । উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র 260 21’18” N and 880 16’36” E অক্ষাংশ ও দ্রাধিমাংশে অবস্থিত । উত্তর দিনাজপুর জেলা 25o 11' N to 26o 49' N latitude 87o 49' E to 90o 00' E অক্ষাংশ ও দ্রাধিমাংশে অবস্থিত ।

উত্তর দিনাজপুর জেলা তরাই ও প্রাচীন পলিমাটি অঞ্চল নিয়ে গঠিত । ইসলামপুর সাব-ডিভিশণ তরাই অঞ্চল নিয়ে গঠিত এবং রায়গঞ্জ সাব-ডিভিশণ প্রাচীন পলিমাটি অঞ্চল নিয়ে গঠিত । এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমান বেশী (প্রায় ২০৮৭ মিমি./প্রতি বছর) যা সাধারনত জুন থেকে সেপ্টেম্ভররের মধ্যে হয়ে থাকে । আপেক্ষিক আদ্রতা সাধারনত ৬৪.৩২% থেকে ৯৮.৩১% থাকে ।

এই এলাকার মাটির জৈব পদার্থের পরিমান মধ্যম মান থেকে উচ্চ মানের । মাটিতে ফসফরাস  এবং পটাস এর পরিমান নিম্ন থেকে মাঝারি মানের ও ফসফরাস সমৃদ্ধ হওয়ার প্রবনতা উচ্চমানের । ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও প্রয়োজনীয় পুষ্টিগুনের অভাব রয়েছে । মাটির উরবরতা নিম্ন মানের কিন্তু জয়ন্তী পাহাড়ের ডলোমাইট ব্যবহার করে এই মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় ।

এখানে নভেম্ভর থেকে ফ্রেব্রুয়ারী শীতকাল । মাটির উপরি ভাগে জলের উপস্থিতি এবং দীর্ঘ শীতের দরুন রবি ফসল খুব ভালো হয় । ধান, পাট, আলু, আদা, আনারস প্রভৃতি ফসল খুব ভালো উৎপন্ন হয় । এখানকার চাষীদের মধ্যে কৃষি জমিকে চা বাগান করার প্রবনতা দেখা যায় ।
News
  • ফ্রেব্রুয়ারী ১৭-১৯, ২০১৬ তারিখে প্রযুক্তি সপ্তাহ এবং কৃষি মেলা - ২০১৬ অনুষ্ঠিত হবে ।

  • কম দামে ভালো মানের বীজের জন্য আমাদের অফিসে যোগাযোগ করুন ।

  • আমাদের অফিসে এবং চাষিদের খামারে চাষাবাদের প্রশিক্ষনের জন্য অফিসে নাম নথিভূক্ত করুন

  • চাষাবাস সংক্রান্ত ফ্রি মোবাইল ম্যাসেজ পরিষেবার জন্য আমাদের অফিসে মোবাইল নম্বার সহ নাম নথিভুক্ত করুন ।
  • চাষিভাইরা বিভিন্ন সময়ে চাষবাদ সংক্রান্ত পরিকল্পনার জন্য বৈজ্ঞানিকদের সাথে যোগাযোগ করুন

  • অফিস এবং কৃষি বৈজ্ঞানিকদের মোবাইল নং ওয়েবসাইটে উপলদ্ধ ।

Google Map

ফটো ক্রম তালিকায়